বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে পশ্চিম বেজগ্রাম এলাকায় রেললাইনে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জিআরপি থানায় খবর দেয়।
হাতীবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার নূরন্নবী মিয়া বাংলানিউজকে জানান, বুধবার (৫ এপ্রিল) দিনগত রাতে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী লোকাল ৪৫৬ নম্বর ট্রেনে কাটা পড়ে তিনি প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসআই