ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫৬) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে পশ্চিম বেজগ্রাম এলাকায় রেললাইনে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জিআরপি থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হাতীবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার নূরন্নবী মিয়া বাংলানিউজকে জানান,  বুধবার (৫ এপ্রিল) দিনগত রাতে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী লোকাল ৪৫৬ নম্বর ট্রেনে কাটা পড়ে তিনি প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।