ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বিএনপি-জামায়াত ভিক্ষুকের সর্দার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
বিএনপি-জামায়াত ভিক্ষুকের সর্দার

ঢাকা: বিএনপি-জামায়াতের দেশ পরিচালনার নীতি হলো ভিক্ষুকের সর্দারের মতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, তারা চাইতোই দেশ সমৃদ্ধ না হোক, এতে যেন বিদেশ থেকে ভিক্ষার টাকা এনে খাওয়া যায়।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ডিপ্লোমা কৃষিবিদ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা ভিক্ষুকের সর্দার হতে চাই না। জনগণের সেবক হয়ে দেশ চালাতে চাই, মানুষের কল্যাণ করতে চাই। আমাদের অর্থনৈতিক নীতিমালা রয়েছে, জনগণের জীবন-মান উন্নয়নে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।