ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাঘাটায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
সাঘাটায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন      

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় লিটন মিয়া নামে এক যুবকের ছুরিকাঘাতে তার বড় ভাই শাহিদুল ইসলাম (২৭) নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের স্কুলবাজার এলাকার কাজীপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।  

লিটন ও শাহিদুল ইসলাম একই এলাকার মৃত তাজুল কাজীর ছেলে।

 

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে শাহিদুলের সঙ্গে ছোট ভাই লিটনের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বুধবার (৫ এপ্রিল) গভীর রাতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লিটন ধারালো ছুরি দিয়ে শাহিদুলকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।