বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটির দু’টি বগি উদ্ধার করেছে অপর বগি এবং ইঞ্জিন উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে তিনদিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান পশ্চিম অঞ্চল রেলের জিএম খায়রুল আলম।
তিনি জানান, বাকী বগি ও মূল ইঞ্জিনটি উদ্ধার করা গেলে দুপুরের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
অপরদিকে, সিরাজগঞ্জের যমুনা পশ্চিমে ধুমকেতু এক্সপ্রেস, জামতৈল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস, উল্লাপাড়া স্টেশনে একতা, সিরাজগঞ্জ বাজারে সিরাজগঞ্জ এক্সপ্রেস, ভাঙ্গুড়া স্টেশনে নীলসাগর, চাটমোহর স্টেশনে সিল্কসিটি ও সরৎনগর স্টেশনে ঈশ্বরদী লোকালসহ মোট আটটি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। রাত থেকে আটকা পড়া এসব ট্রেনের যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান ও বঙ্গবন্ধু সেতুপূর্ব সহকারী রেল স্টেশনের মাস্টার আব্দুল মান্নান জানান, বুধবার দিনগত রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে উত্তরবঙ্গের হয়ে ঢাকার চলাচলকারী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল ১০টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রিনটি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
আরএ