সাভার (ঢাকা): সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকায় ট্রাক চাপায় নূর মোহাম্মদ নামে (৩০) এক কৃষক নিহত ও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, রাতে নূর মোহাম্মদ যশোর থেকে সবজি বোঝাই ট্রাকে করে সাভারের উদ্দেশে রওনা দেন।
ট্রাকটি রেডিও কলোনী এলাকায় এসে সামনে থাকা ইট বোঝাই একটি ট্রাককে ধাক্কা দিলে সবজি বোঝাই ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাকের সামনে বসা নুর মোহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। এঘটনার পর স্থানীয়রা ট্রাক দুটি আটক করলেও চালকরা পালিয়ে যান। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত কৃষক যশোর জেলার ঝিগরগাছা থানার বাইশবাগার গ্রামের রুহুল আমিনের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
বিএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।