বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় জনসাধারণের প্রায় অর্ধশতাধিকের বেশি অভিযোগের পরিপ্রেক্ষিতে এ গণশুনানি শুরু হয়।
জনসাধারণের দুর্ভোগ লাঘবে উপজেলা পল্লীবিদ্যুৎ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, সমাজসেবা অফিস নিয়ে এ শুনানি শুরু করে দুদক।
এতে উপস্থিত রয়েছেন পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সেকেন্দার আলী মোল্লা, সাব-রেজিস্ট্রার মো. মোস্তাফিজ আহমেদ, ভূমি অফিসের সহকারী কমিশনার এলিনা আকতার।
আরও উপস্থিত রয়েছেন, দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার।
এছাড়া সিঙ্গাইর পৌরসভার মেয়র অ্যাডভোকেট খুরশিদ আলম ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খান রুমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মাজেদ খান, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসজে/ওএইচ/এএ