ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ট্রেন চলাচল বন্ধ হওয়ায় মহাসড়কে যাত্রীদের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
ট্রেন চলাচল বন্ধ হওয়ায় মহাসড়কে যাত্রীদের ভিড় ট্রেন চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যাত্রীদের ভিড়

হবিগঞ্জ: সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীদের ভিড় জমেছে। ট্রেনে চলাচল করতে না পেরে তারা বিভিন্ন বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছেন।

বেড়ে গেছে যানবাহনের আনাগোনা। ফলে মহাসড়কে দেখা দিচ্ছে তীব্র যানজট।

এতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।

টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও প্রবল পাহাড়ি ঢলে শ্রীমঙ্গল-সাতগাঁও রেল স্টেশনের ১৪১ নং ব্রিজ দেবে যাওয়ায় বুধবার (৫ এপ্রিল) দুপুর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রিজ মেরামতের কাজ শেষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) রেল যোগাযোগ চালু হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে, বুধবার (২৯ মার্চ) রাতে প্রচণ্ড বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখলার অদূরে একটি ব্রিজের নিচের মাটি সরে গিয়ে দু’টি পিলার ধসে যায়। এ কারণে বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকে চারদিন সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।