বেড়ে গেছে যানবাহনের আনাগোনা। ফলে মহাসড়কে দেখা দিচ্ছে তীব্র যানজট।
টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও প্রবল পাহাড়ি ঢলে শ্রীমঙ্গল-সাতগাঁও রেল স্টেশনের ১৪১ নং ব্রিজ দেবে যাওয়ায় বুধবার (৫ এপ্রিল) দুপুর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রিজ মেরামতের কাজ শেষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) রেল যোগাযোগ চালু হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এর আগে, বুধবার (২৯ মার্চ) রাতে প্রচণ্ড বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখলার অদূরে একটি ব্রিজের নিচের মাটি সরে গিয়ে দু’টি পিলার ধসে যায়। এ কারণে বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকে চারদিন সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
আরএ