ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আক্কেলপুরে ভুয়া এসআই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
আক্কেলপুরে ভুয়া এসআই আটক

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়াল গাড়ী এলাকা থেকে হারুন অর রশিদ সাগর (২৫) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা। তিনি বেশ কিছুদিন ধরে নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১২টায় র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার মেজর হাসান আরাফাত এ তথ্য জানিয়েছেন।  

আটক ব্যক্তি জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের কুমারপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে।

র‌্যাব জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আওয়াল গাড়ী এলাকায় নিজেকে এসআই হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিলেন সাগর। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে সাগরকে আটক করে। এ সময় সাগরের কাছে বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি জাল পরিচয়পত্র ও পুলিশ লেখা ছবি পাওয়া যায়।  

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।