বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১২টায় র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার মেজর হাসান আরাফাত এ তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তি জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের কুমারপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে।
র্যাব জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আওয়াল গাড়ী এলাকায় নিজেকে এসআই হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিলেন সাগর। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে সাগরকে আটক করে। এ সময় সাগরের কাছে বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি জাল পরিচয়পত্র ও পুলিশ লেখা ছবি পাওয়া যায়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসআই