বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সোহেল রানা ওই এলাকার আব্দুল মালেকের ছেলে ও গাজীপুর মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মিস্ট) শেষবর্ষের ছাত্র ছিলেন।
নিহতের মামা আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, বুধবার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে সালনা বাজার থেকে ফেরার পথে বাসার কাছে পৌছালে দুর্বৃত্তরা সোহেল রানার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তার মাথা, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এসময় তার চিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। লেখাপড়ার পাশাপাশি সোহেল রানা মুদি ব্যবসা করতেন।
নিহতের মামা আরও জানান, প্রতিবেশী শহীদুল ইসলামের পরিবারের সঙ্গে সোহেল রানার পরিবারের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। বিভিন্ন সময় সোহেল রানাকে খুন-জখমের হুমকিও দিতো তারা। এ বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেকুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরএস/এএ