ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় নকল সরবরাহকালে যুবক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
পাথরঘাটায় নকল সরবরাহকালে যুবক আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় নকল সরবরাহকালে সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে নকলসহ নজরুল ইসলাম পহলান নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন তাকে আটক করে। নজরুল ইসলাম রায়হানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান পহলানের ছেলে।

পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন বলেন, চলতি এইচএসসি পরীক্ষার আজ ছিল ইংরেজি প্রথমপত্র। ইংরেজি প্রথমপত্রে এক পরীক্ষার্থীকে নকলে সহযোগিতা করার সময় কলেজ ক্যাম্পাসের ভেতর থেকে নকলসহ নজরুল ইসলামকে হাতে নাতে আটক করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
আরএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।