বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন তাকে আটক করে। নজরুল ইসলাম রায়হানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান পহলানের ছেলে।
পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন বলেন, চলতি এইচএসসি পরীক্ষার আজ ছিল ইংরেজি প্রথমপত্র। ইংরেজি প্রথমপত্রে এক পরীক্ষার্থীকে নকলে সহযোগিতা করার সময় কলেজ ক্যাম্পাসের ভেতর থেকে নকলসহ নজরুল ইসলামকে হাতে নাতে আটক করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
আরএ