রাসেল রাজবাড়ী কটিয়াদী উপজেলার রফিক মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকাল ১১টার দিকে ওই ভবনের তৃতীয় তলায় এসি লাগাতে গিয়ে পড়ে যান রাসেল।
রাসেলের সহকর্মী রহমতুল্লাহ বাংলানিউজকে জানান, মহাখালী জেএম ইঞ্জিনিয়ারিংয়ের কর্মচারী তারা। সকালে ওই ভবনে এসি লাগানোর সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন রাসেল।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে দেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য রাসেলের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
ওএইচ/আরআই