বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকাল থেকে তাদের এ রিমান্ড শুরু হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ময়মনসিংহ প্রথম আদালতের ম্যাজিস্ট্রেটের আদালতে আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (০৫ এপ্রিল) ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়।
এরআগে গত ৩ এপ্রিল ময়মনসিংহ নগরীর কালিবাড়ি এলাকার এক আইনজীবীর বাসা থেকে প্রচুর পরিমাণ জেহাদি বই, রাউটার ও বিভিন্ন সরঞ্জামসহ নব্য জেএমবি’র সাত সদস্যকে আটক করে পুলিশ।
পরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমএএএম/ওএইচ/জেডএস