এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে খাগড়াছড়ি টাউন হলের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার এএসএম সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমাসহ ক্রীড়া কর্মকর্তা, খেলোয়াড় ও স্থানীয় নেতারা।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
জিপি/এএ