অন্যথায় তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়েছেন আদালত।
তারাপুর চা বাগানের হাজার কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের দায়ে রাগীব আলীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকালে ছেলে আব্দুল হাইকে আদালতে হাজির করা হলেও রাগীব আলীকে আদালতে হাজির করা হয়নি। পরে দুপুর ১২টা ৩৫ মিনিটে রাগীব আলীকে আদালতে হাজির করা হয়।
বিলম্বে রাগীব আলীকে আদালতে হাজির করায় সিলেটের সিনিয়র জেল সুপার ছগির মিয়াকে আদালতে সশরীরে হাজির হতে বলেন আদালত। সে সময় তাকে তিনদিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এনইউ/জেডএস