ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ক্রিকেটার সানীর বিরুদ্ধে চার্জশিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
ক্রিকেটার সানীর বিরুদ্ধে চার্জশিট ক্রিকেটার আরাফাত সানী, ফাইল ফটো

ঢাকা: তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) ম্যাজিস্ট্রেট এসএম মাসুদ জামানের আদালতে চার্জশিটটি  উপস্থাপন করা হয়।

এর আগে ঢাকার মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াহিয়া গত ২২ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিটটি দাখিল করেন।

মামলার দিন ধার্য থাকায় বৃহস্পতিবার আদালতে হাজিরা দেন আরাফাত সানী।

গত ৫ জানুয়ারি সানীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন সানীর স্ত্রী দাবিবার নাসরিন সুলতানা। ২২ জানুয়ারি সানীকে ঢাকার সাভার থানাধীন আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

টানা ৫৩ দিন কারাগারে আটক থাকার পর গত ১৫ মার্চ জামিন ছাড়া পান সানী।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমআই/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।