স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে হঠাৎ করেই দেখা যায় বাজারে একটি দোকানে আগুন লেগেছে। পরে ওই আগুন আশপাশের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত ৯টি দোকানের মধ্যে ছিল মুদির দোকান, সাইকেল পার্টস ও টিউবওলের যন্ত্রাংশসহ বিভিন্ন দোকান। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিকরা।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হতো।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
আরএ