ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বিশ্বম্ভরপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
বিশ্বম্ভরপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের আনন্দ বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে হঠাৎ করেই দেখা যায় বাজারে একটি দোকানে আগুন লেগেছে। পরে ওই আগুন আশপাশের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে একে একে ৯টি দোকানসহ সব  মালামাল পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত ৯টি দোকানের মধ্যে ছিল মুদির দোকান, সাইকেল পার্টস ও টিউবওলের যন্ত্রাংশসহ বিভিন্ন দোকান। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিকরা।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হতো।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।