বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় পাটোয়ারীর হাট বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন শেষে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরিফ আলতাফের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন আজাদ, উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিপন হোসেন ও জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক ওমর পোদ্দার প্রমুখ।
বক্তারা বলেন, ওমর ফারুক মৃত্যুর আগে খুনিদের নাম বলে গেছেন। হত্যার ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। খুনিদের মোবাইলফোন ও ফেসবুক সচল থাকলেও অজ্ঞাত কারণে প্রশাসন তাদের গ্রেফতার করছে না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুককে শুক্রবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে স্থানীয় পাটোয়ারির হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করে। পরে রাত ১ টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময় : ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
বিএস