বুধবার (০৫ এপ্রিল) রাতে উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকালে সরেজমিন দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকার সড়কের উপর বৈদ্যুতিক খুঁটি উপড়ে রয়েছে।
সোনাগাজী পল্লী বিদ্যুতের কর্তব্যরত ডিজিএম মোহাম্মদ মহিউদ্দিন মোশাহেদুল্লাহ বাংলানিউজকে জানান, ঝড়ে ১৭টি খুঁটি ভেঙেছে। কি পরিমাণ তারের ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।
তার ছিঁড়ে উপজেলার মোট ৯৮টি গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, সংযোগ স্বাভাবিক হতে আরো তিনদিন লাগতে পারে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসএইচডি/জেডএস