ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দুদকের গণশুনানি ১৯ এপ্রিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
সৈয়দপুরে দুদকের গণশুনানি ১৯ এপ্রিল

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল।

সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসির উদ্দীন আহমেদ।

দুদক সমন্বিত দিনাজপুর জেলার উপ-পরিচালক মো. আব্দুল কাদের প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন। যাদের সহযোগিতা চাওয়া হয়েছে সেসব দপ্তরগুলো হলো- সৈয়দপুর রেজিস্ট্রি অফিস, উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা হিসাবরক্ষক অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।