বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ আলিপুর গ্রামের আরাম উদ্দিনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, দুপুরে পণ্যবাহী একটি ট্রাক সাতক্ষীরার দিকে আসছিলো। পথে বাঁকাল এলাকায় এলে ট্রাকটি পেছন থেকে সোহাগকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাকটি উল্টে পানিতে পড়ে গেলে চালকসহ দু'জন আহত হন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরবি/