বৃহস্পতিবার (৬ এপ্রিল) নয়াদিল্লিতে বাংলানিউজকে তিনি বলেন, এ সফর দু’দেশের মধ্যে নতুন মাত্রা যোগ করবে। বিগত দিনে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে গেছে।
তিনি বলেন, আরও চমক রয়েছে। এখন শুধু শেখ হাসিনার আগমনের অপেক্ষা। তার আগে কিছু বলছি না। দিল্লিতে কলকাতা-খুলনা-কলকাতা রুটের যাত্রীবাহী সরাসরি বাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন হাসিনা-মোদি-মমতা।
খুলনায় এ ভিডিও কনফারেন্স দু’দেশ প্রতিনিধিদের মধ্যে ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার জামাল হোসেন এবং পশ্চিম বাংলার যোগাযোগ সচিব আলাপন ব্যানার্জি উপস্থিত থাকবেন। জানান হাইকমিশনার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৭ থেকে ১০ এপ্রিল চারদিনের সফরে ভারতের নয়াদিল্লি আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাইকমিশনার বলেন, কয়েকটি সমঝোতা স্মারক হবে প্রতিরক্ষা সংক্রান্ত। আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকেই অস্ত্র কিনি। ভারত যেটা বানায় না সেটা কেনার প্রশ্ন নেই। তবে এ বিষয়টি এখনও আরও আলোচনা হবে।
দিল্লির একটি সূত্র জানায়, প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার সার্বিক রূপরেখা, দু’দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সফর বিনিময়, তাদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়াতে সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা এবং ভারত থেকে সামরিক সরঞ্জাম কেনার লক্ষ্যে ৫০ কোটি ডলারের ঐচ্ছিক ঋণ (লাইন অব ক্রেডিট, সংক্ষেপে এলওসি) সংক্রান্ত সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার আওতায় রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় বাংলাদেশের বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও এ সংক্রান্ত ভারতীয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। এতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়ার লক্ষ্যে একটি চুক্তি সই হতে যাচ্ছে।
সূত্র আরও জানায়, নতুন সীমান্ত হাট চালুর লক্ষ্যে আলাদা চুক্তি সই হবে। ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) ও ভারতীয় বাণিজ্য করপোরেশনের মধ্যে এমওইউ সই হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা তথা তৃতীয় এলওসির আওতায় নতুন করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ছয়-সাতটি চুক্তি কিংবা এমওইউ হতে পারে। এসব চুক্তি কিংবা এমওইউয়ের আওতায় ভারত নতুন করে বাংলাদেশকে ৫শ কোটি ডলার ঋণ দেবে। এটি হবে কোনো প্রতিবেশী দেশকে ভারতের দেওয়া সবচেয়ে বড় ঋণের প্যাকেজ।
এই ঋণে বাংলাদেশে একটি ক্যানসার হাসপাতাল ও আখাউড়া-আগরতলা রেললাইন স্থাপন ও উন্নয়ন কাজ হবে।
বাণিজ্য খাতে বড় বিনিয়োগ করবে ভারতের হিরো হোন্ডা। কোম্পানিটি যশোরে যৌথ উদ্যোগে একটি প্ল্যান্ট স্থাপন করবে। এ সংক্রান্ত একটি চুক্তি সই হচ্ছে। পর্যটনশিল্পের উন্নতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী জাহাজ চলাচলের ব্যাপারে একটি চুক্তি হতে পারে বলে জানা যায়।
আরও পড়ুন:
**গুরুত্বপূর্ণ সফরে শুক্রবার দিল্লি যাচ্ছেন হাসিনা
**মমতা রাজি না হলে কেন্দ্রের সিদ্ধান্তে রফা তিস্তা ইস্যুর
**তিস্তায় কত জল!
**শেখ হাসিনার আগমন ঘিরে নয়াদিল্লিতে সাজ সাজ রব
**শহীদ সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলায়
**সোনিয়ার সঙ্গে রাহুলও আসছেন হাসিনা সাক্ষাতে
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭/আপডেট: ১৮০০ ঘণ্টা
কেজেড/এএ