ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আমরা স্বাস্থ্যসেবায় অনেক দেশের চেয়েই এগিয়ে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
আমরা স্বাস্থ্যসেবায় অনেক দেশের চেয়েই এগিয়ে 

সিরাজগঞ্জ: সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান বৃদ্ধির নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমরা স্বাস্থ্যসেবায় এগিয়ে রয়েছি। 

আমরা এক সঙ্গে ছয় হাজার ডাক্তার ও ১০ হাজার নার্স নিয়োগ দিয়েছি, যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। যেসব পদ খালি রয়েছে অবিলম্বে সেগুলোও পূরণ করা হবে, যোগ করেন মন্ত্রী।

 

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এই উন্নয়ন কাজ পরিদর্শকালে চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এসময় তিনি আরো বলেন, ডাক্তার আর নার্সরা যদি নিয়মিত দায়িত্ব পালন না করে, তাহলে এতো আধুনিক হাসপাতাল তৈরি করেও রোগীকে সেবা দেওয়া সম্ভব নয়।  

এসময় তিনি জনগণকে সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি চিকিৎসকদের সহযোগিতা করার জন্যও জনগণের প্রতি অনুরোধ জানান তিনি।  


প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান করে। এর আগে ছিটমহল সমস্যা সমাধানসহ অনেক বিষয়েরই শান্তিপূর্ণ সমাধান হয়েছে। এবারও তার অন্যথা হবে না।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, ওনারা সব কাজেরই বিরোধিতা করবেন, এটা তাদের স্বভাব।  

সিভিল সার্জন ডা. মো. মনজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক বাকির হোসেন, অধ্যক্ষ ডা. রেজাউল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা প্রমুখ।  

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চীনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনসহ অনেকে উপস্থিত ছিলেন।  

পরে মন্ত্রী সদর উপজেলার শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।