ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কমলনগরে যুবলীগকর্মী হত্যা মামলায় ৪ আসামি কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
কমলনগরে যুবলীগকর্মী হত্যা মামলায় ৪ আসামি কারাগারে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগ কর্মী ও গরু ব্যবসায়ী আবদুর রব (৩৫) হত্যা মামলা জড়িত থাকায় চার আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে তিনজনকে ও বুধবার (৫ এপ্রিল) বিকেলে একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির তথ্যমতে অপর তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কমলনগর উপজেলার চর ঠিকা গ্রামের ইস্রাফিলের ছেলে ফারুক (২৮), একই গ্রামের খোরশেদ আলম (৪৯), হাফেজ আহমদের ছেলে সুমন (২৮), চর কাদিরা গ্রামের দুলাল মাঝির ছেলে সুমন (২৬)।

এর আগে চলতি বছরের শনিবার (১১ মার্চ) রাতে গরু ব্যবসায়ী ও স্থানীয় যুবলীগ কর্মী আবদুর রব ফজুমিয়ারহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন রোববার সকালে ভুলূয়া নদীর পাশের একটি ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ১৩ মার্চ সোমবার নিহতের ছোট ভাই আবদুর রহমান বাদী হয়ে কমলনগর থানায় অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭

এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।