এ উপলক্ষে জেলা প্রশাসন, সুচিত্রা সেন চলচিত্র সংসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো কেক কাটা, আলোচনা সভা, চলচিত্র প্রদর্শনীসহ নানান কর্মসূচির আয়োজন করেছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে সুচিত্র সেনের শৈশব ও কৈশরের স্মৃতি বিজড়িত বাড়িতে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও মুস্তাফিজুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ক্যাপ্টেন (অব.) ডা. সারওয়ার জাহান ফয়েজ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সাংস্কৃতিক অনুরাগী আব্দুর হাই তপন, পাবনা লালন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম মনি, পাবনা গণমঞ্চ নাট্য সম্প্রদায়ের সভাপতি গণেশ দাস, পাবনা ড্রামা সার্কেলের সভাপতি ফারুক হোসেন চৌধুরী, নাট্যকার নির্দেশক ফিরোজ খন্দকার, সাংবাদিক ও নাট্যকর্মী সৈকত আফরোজ আসাদ, তপু আহমেদ, চিকিৎসক মোখলেছুর রহমান মুকুল, শাহীন রহমান ও অভিনেত্রী মাহমুদা ক্যাথী প্রমুখ।
বক্তারা সুচিত্রা সেনের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উপমহাদেশের কিংবদন্তি এ নায়িকার পৈত্রিক বাড়িতে একটি ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলার আহ্বান জানান। পরে মহানায়িকার জন্মদিন উপলক্ষে কেট কাটা হয়। সন্ধ্যায় সুচিত্রা সেন অভিনীত ‘পথে হলো দেরি’ চলচিত্র প্রদর্শন করা হবে বলেও জানান আয়োজকরা। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো এদিন উপলক্ষে পাবনায় আয়োজন করেছে নানান কর্মসূচি।
প্রসঙ্গত, ১৯৩১ সালে ৬ এপ্রিল জন্ম নেওয়া মহানায়িকা সুচিত্রা সেনের শৈশব ও কৈশর কেটেছে পাবনার পৌর এলাকার হেমসাগর লেনের এ বাড়িতে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর স্বপরিবারে কলকাতা চলে যান তারা।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরবি/