শনিবার(৮ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের জমিঈয়ত ভবন উদ্বোধনকালে তিনি একথা বলেন।
সাঈদ খোকন বলেন, এই ঢাকা শহর থেকে প্রতিবছর লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ হজ এবং ওমরা পালন করতে সৌদি আরবের পবিত্র নগর মক্কা এবং মদিনাতে গমন করেন।
মেয়র আরও বলেন,‘আমার প্রয়াত পিতা, নানা এবং বংশধররা জমঈয়তে আহলে হাদিসের অনুসারী ছিলেন। আমিও এই অনুসারীদের খেদমত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
তিনি মদিনা শরীফের ইমামসহ সৌদি অতিথিদের কাছে আহ্বান জানিয়ে বলেন, মক্কা এবং মদিনাতে বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ অনুষ্ঠান এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশেল সকল ইমানদার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার বাবা, নানাসহ সবার জন্য দোয়া করবেন। আমরা যাতে দিনের পথে অটুট থেকে বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যেতে পারি।
এ সময় ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রথমবারের মত কোনো বিদেশি নাগরিককে সর্বোচ্চ সম্মাননা 'ঢাকার চাবি' প্রদান করেন তিনি।
সৌদি আরবের হারমাইন শরীফাইন অধিদপ্তরের ভাইস প্রেসিডেন্ট ড. শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুযাইম বলেন, সৌদি আরব মুসলমানের মাঝে ঐক্য তৈরিতে জমিঈয়তের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। কেননা, এটা একটি হকপন্থী সংগঠন। তারা হিকমাহ এর মাধ্যমে দাওয়াতে ইসলামের কাজ করছে। হকপন্থী ভাইদের সাথে মিলিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
মসজিদে নববীর ইমাম ও খতিব শাইখ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম বলেন, আজকে এমন একটা সময়ে উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি আমার মুসলিম ভাইদের সাথে মিলিত হয়েছি। আল্লাহ আমাদের মাঝে ভাই ভাইয়ে সৌহার্দকে বৃদ্ধি করুন।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক মুহাম্মদ মোবারক আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জমঈয়তের উপদেষ্টা সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম. রহমতুল্লাহ, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা শাইখ আব্দুল্লাহ বিন যাইফুল্লাহ আল মুতাইরি, বাংলাদেশস্থ সৌদি দূতাবাসের রিলিজিয়াস এ্যাটাশে শাইখ সুলতান মুহাম্মদ আল আনকারী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এএম/আরআই/আরআই