সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ঘটনা ঘটে।
নিহত দুলালী বেগম জেলার বিরামপুর উপজেলার কাটলা গ্রামের রাজা মিয়ার মেয়ে।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, সোমবার রাতে দুলালীকে বাড়ির বারান্দার রেলিংয়ের সঙ্গে ঝুলানো রশিতে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আহত হয়। এরপর তাকে দ্রুত উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ধ্রুব জ্যোতি সিনহা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি বলেণ, ঘটনার তদন্ত চলমান রয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরই বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বিএস