ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
দিনাজপুরে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

দিনাজপুর: দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় মোছা. দুলালী বেগম (১৪) নামের এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ঘটনা ঘটে।  

নিহত দুলালী বেগম জেলার বিরামপুর উপজেলার কাটলা গ্রামের রাজা মিয়ার মেয়ে।

দুলালী দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার বাসিন্দা মো. আব্দুস সামাদের ছেলে জিলা স্কুলের শিক্ষক মো. আনিসুর রহমানের বাসায় গৃহপরিচারিকা কাজ করতেন।  

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, সোমবার রাতে দুলালীকে বাড়ির বারান্দার রেলিংয়ের সঙ্গে ঝুলানো রশিতে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আহত হয়। এরপর তাকে দ্রুত উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ধ্রুব জ্যোতি সিনহা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি বলেণ, ঘটনার তদন্ত চলমান রয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরই বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।