ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে কলেজ প্রভাষককে ছুরিকাঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
গফরগাঁওয়ে কলেজ প্রভাষককে ছুরিকাঘাত

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কাজী জাকিয়া ফেরদৌসিকে ছুরিকাঘাত করেছে স্থানীয় কয়েক যুবক।

সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ রাত সাড়ে ১১টার দিকে টিপু ও হৃদয় নামে ছুরিকাঘাত করা দু’যুবককে আটক করেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, ওই কলেজে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে টিপু ও হৃদয়সহ কয়েক যুবক পরীক্ষা হলে প্রবেশ করে।

এ সময় তাদেরকে কক্ষ থেকে বের করে দেন ওই প্রভাষক।

এ ঘটনার জের ধরে ক্ষুব্ধ হয়ে টিপু ও হৃদয়সহ কয়েকজন কলেজ ক্যাম্পাসেই রাতে তার হাতে ছুরিকাঘাত করে। পরে ওই প্রভাষক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।