সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ রাত সাড়ে ১১টার দিকে টিপু ও হৃদয় নামে ছুরিকাঘাত করা দু’যুবককে আটক করেছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, ওই কলেজে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে টিপু ও হৃদয়সহ কয়েক যুবক পরীক্ষা হলে প্রবেশ করে।
এ সময় তাদেরকে কক্ষ থেকে বের করে দেন ওই প্রভাষক।
এ ঘটনার জের ধরে ক্ষুব্ধ হয়ে টিপু ও হৃদয়সহ কয়েকজন কলেজ ক্যাম্পাসেই রাতে তার হাতে ছুরিকাঘাত করে। পরে ওই প্রভাষক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এমএএএম/বিএস