সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর পর্যন্ত জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে জিআর, সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি রয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ের গোপনীয় শাখার সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব জানান, চলমান বিশেষ অভিযানে জিআর, সিআর, নিয়মিত মামলা ও মাদক মামলায় ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
আরএ