সোমবারই (১০ এপ্রিল) ক্যাম্পাসের মূল ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। একইসঙ্গে সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নিদের্শ দেওয়া হয়।
এর আগে সোমবার (১০ এপ্রিল) দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাপ্পির নেতৃত্বে কয়েকজন বহিরাগত সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এসময় ওই সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয় সিফাত ও বাসুদেব নামের দুই শিক্ষার্থী। পরে তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।
এছাড়া রাতেই হামলায় ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত বাপ্পিসহ ৪ জনকে আটক করে।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম কামরুজ্জামান।
এদিকে ওই ঘটনার পর থেকে বিরুলিয়ার খাগান এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সিটি ইউনিভার্সিটির সামনে দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইউনিভার্সিটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
জেডএস