ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
রাজশাহীতে গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত ২ রাজশাহীতে গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় মালবাহী কাভার্ড ভ্যানের চালক ও হেলপার আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর ৬টার দিকে পবার আলিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-কাভার্ড ভ্যানের চালক নারয়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সুঝিতপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে পারভেজ হোসেন (২৫) ও হেলপার পাবনা জেলার বেড়া উপজেলার সারাশিয়া এলাকার সাবের মোল্লার ছেলে নুর মহম্মদ বাবু (২০)।

আহতদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান,  কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো উ- ১১-৩৯২৭) চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলো। ভ্যানটি চালাচ্ছিলেন হেলপার বাবু। আলিগঞ্জে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (যশোর ট-৪০০) সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। বাবু গাড়ির মধ্যে আহত অবস্থায় আটকা পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসএস/আরআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।