ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে অস্ত্র-মাদকসহ আটক ২৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
মানিকগঞ্জে অস্ত্র-মাদকসহ আটক ২৩ মানিকগঞ্জে অস্ত্র-মাদকসহ আটক ২৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, অস্ত্র ও ককটেলসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমানের নেতৃত্বে গত ৯ এপ্রিল (রোববার) রাত থেকে ১১ এপ্রিল (মঙ্গলবার) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় আলাদা অভিযান চালিয়ে ২৩ ব্যক্তিকে আটক করে পুলিশ।

এসময় আটকদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৩০ গ্রাম গাঁজা, ৬.৫০ গ্রাম হেরোইন, দুই লিটার দেশীয় মদ, তিনটি মোবাইল ফোন, তিনটি ককটেল, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটকরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার শাহিন জব্বার সরকার (৪৫), মনির হোসেন (২২), সবুজ মিয়া (২৫), শমসের মিয়া (২৯), জিলকত (২৪), শিবালয় উপজেলার শামিম মিয়া (৩০), ঘিওর উপজেলার জসিম শিকদার (৩২), হরিরামপুর উপজেলার আলিম মিস্ত্রী (৪৮), সাটুরিয়া উপজেলার শরিফ হোসেন (২৮), তোফাজ্জল হোসেন (৩৪), শামিম হোসেন (২৫), ইলিয়াস হোসেন (২৮), নুরুল ইসলাম (৩৮), আরিফ উদ্দিন (৩০), সুলতান হোসেন (৩৭), সিংগাইর উপজেলা থেকে আরিফুর রহামন রতন (৪২), পলাশ হোসেন (১৮), আনোয়ার হোসেন (২০), নয়ন (১৮), সোহেল (১৮), তোফাজ্জল হোসেন (১৮), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আলমগীর (২৫) এবং সোহেল (২৪)।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।