মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমানের নেতৃত্বে গত ৯ এপ্রিল (রোববার) রাত থেকে ১১ এপ্রিল (মঙ্গলবার) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় আলাদা অভিযান চালিয়ে ২৩ ব্যক্তিকে আটক করে পুলিশ।
আটকরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার শাহিন জব্বার সরকার (৪৫), মনির হোসেন (২২), সবুজ মিয়া (২৫), শমসের মিয়া (২৯), জিলকত (২৪), শিবালয় উপজেলার শামিম মিয়া (৩০), ঘিওর উপজেলার জসিম শিকদার (৩২), হরিরামপুর উপজেলার আলিম মিস্ত্রী (৪৮), সাটুরিয়া উপজেলার শরিফ হোসেন (২৮), তোফাজ্জল হোসেন (৩৪), শামিম হোসেন (২৫), ইলিয়াস হোসেন (২৮), নুরুল ইসলাম (৩৮), আরিফ উদ্দিন (৩০), সুলতান হোসেন (৩৭), সিংগাইর উপজেলা থেকে আরিফুর রহামন রতন (৪২), পলাশ হোসেন (১৮), আনোয়ার হোসেন (২০), নয়ন (১৮), সোহেল (১৮), তোফাজ্জল হোসেন (১৮), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আলমগীর (২৫) এবং সোহেল (২৪)।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
জিপি/এএ