ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

শুল্কফাঁকি দেওয়া ২৮ লাখ টাকার মিটার জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
শুল্কফাঁকি দেওয়া ২৮ লাখ টাকার মিটার জব্দ

ঢাকা: রাজধানীর আইসিডি বন্দর কমলাপুর থেকে শুল্কায়ন পরবর্তী অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকির অভিযোগে ১৬ হাজার পিস ডিজিটাল মিটার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে  বিষয়টি বাংলানিউজকে জানান শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, আমদানিকারক ইস্ট সান চায়না থেকে Loaded PCB of Single Phase Energy Meter নামে পার্টস ঘোষণায় পণ্য চালানটি আমদানি করেন।

সিঅ্যান্ডএফ এজেন্ট সুবর্ণ ট্রেড অ্যাসোসিয়েট আমদানিকারকের পক্ষে বিল অব এন্ট্রি নম্বর ৮৭০৬ দাখিল করেছেন।

এছাড়া ওই পণ্য আমদানিকারকের ঘোষণা অনুযায়ী পরিশোধিত শুল্ক কর দুই লাখ ৩৩ হাজার ৪৭৫.৮৮ টাকা।

মইনুল খান আরও বলেন, পণ্যগুলো পরীক্ষায় দেখা যায় S.P.E.M PCB Loaded যার মধ্যে micro processor, capacitor, battery, resistance, বিভিন্ন ধরনের electronic chip, light indicator, signaling appliance ইত্যাদি যুক্ত অবস্থায় রয়েছে।

এটি ডিজিটাল মিটারের মূল অংশ। শুল্কায়নের সূত্র অনুযায়ী পণ্যটিতে ডিজিটাল মিটারের essential characters বিদ্যমান রয়েছে। ফলে পণ্যটি ডিজিটাল মিটারের পার্টস হিসাবে 9028.90.10 এর H.S code এ শুল্কায়ন না হয়ে পূর্ণাঙ্গ ডিজিটাল মিটার হিসেবে H.S code 9028.30.10 (CD-25%) এ শুল্কায়ন হবে যার মোট শুল্ক কর (TTI-58.69%)। ফলে ওই পণ্যের পরিশোধযোগ্য শুল্ক কর দাঁড়ায় ৩০ লাখ ৭১ হাজার ৯৮৬.৪৮ টাকা। ফলে আমদানিকারক প্রায় ২৮ লাখ টাকা শুল্ক ফাঁকি দেন।

আমদানি করা পণ্যের শুল্ক ফাঁকি দেওয়ায় কাস্টমস আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসজে/এএটি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।