তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও সফরে এলে তার মুখে জানা যাবে কবে নাগাদ চালু হবে এ বিমান বন্দর।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে দ্বিতীয়বারের মতো ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, পুলিশ সুপার ফরহাত আহম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংসু দত্ত টিটো ও সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩ এপ্রিল বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে বলেছিলেন, এক বছরের মধ্যে চালু হবে ঠাকুরগাঁও বিমানবন্দর। এ মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাকুরগাঁও সফরে আসার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আরবি/আরএ