ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে তথ্য অধিকার বিষয়ক অবহিতকরণ সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
রাজস্থলীতে তথ্য অধিকার বিষয়ক অবহিতকরণ সভা

রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের উপ-পরিচালক (উপ-সচিব) ড. মো. আব্দুল হাকিম।


 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীজা খাজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সুইউ মারমা ও রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএম মাহবুবুল আলম প্রমুখ।

প্রধান অতিথি আব্দুল হাকিম বলেন, তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধানে ১৯৯৮টি আইন আছে। যার মধ্যে ১৯৯৭টি আইন দ্বারা রাষ্ট্র জনগণকে শাসন করে আর একটি মাত্র আইন তথ্য অধিকার আইন দ্বারা জনগণ রাষ্ট্রকে শাসন করে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে এ আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। জনগণকে তথ্য অধিকার আইন বিষয়ে সচেতন করার লক্ষ্যে সরকার সারাদেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় এ উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় তথ্য অধিকার আইন ২০০৯ এর মাধ্যমে কিভাবে তথ্য পাওয়া যাবে, কি উপায়ে তথ্য দেওয়া যাবে, তথ্য না পেলে কি ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে, এসব বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, ইউপি সচিব ও জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।