গণভবনে চার দিনের ভারত সফর নিয়ে করা সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত ৭ এপ্রিল এই সফরে দিল্লি পৌঁছানোর পর সকল প্রটোকল ভেঙ্গে শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শেখ হাসিনা বলেন, আমি নিজেও জানতাম না তিনি আসবেন। দিল্লিতে পৌঁছালে সামরিক সচিব, এসএসএফ প্রধান তাকে জানান যে প্রধানমন্ত্রী সেখানে রয়েছেন। বিষয়টিতে আমি বিস্মিত হয়েছি।
প্রধানমন্ত্রী আরও জানালেন, ফ্লাইট থেকে নেমে তিনি তার সেই বিস্ময়ের কথা জানান নরেন্দ্র মোদিকে। আমি তাকে বলেছি, ‘হোয়াট অ্যা প্লেজ্যান্ট সারপ্রাইজ!’
বাংলাদেশ সময় ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এমএমকে