মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের জয়গুণজোত এলাকার করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শরীফ উপজেলার সাতমেরা ইউনিয়নের ডুবানুচি গ্রামের হাতেম আলীর ছেলে।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র রায় বাংলানিউজকে জানান, শরীফ দীর্ঘদিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলো। ভোরে সে করতোয়া নদীতে মাছ ধরতে যায়। পরে বাড়িতে আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে দুপুরে করতোয়া নদীর জয়গুণজোত এলাকায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা শরীফের মরদেহ শনাক্ত করেন। নিহত যুবকের কোমড়ে মাছ সংরক্ষণের একটি পাত্র বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে মাছ ধরতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে নদীর পানিতে পরে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আরআইএস/আরআই