মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে সিংগাইর উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যুবায়ের হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ উপজেলার রায় দক্ষিণ এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত রয়েছেন আব্দুর রশিদ। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রায় দক্ষিণ এলাকার নিজ বাড়ি থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
জিপি/জেডএম