মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুর রব হেলাল, স্বাধীনতা শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রশিদ চৌধুরী, শিক্ষক নেতা মোল্লা সাইফ উদ্দিন, নুর হোসেন, আজিজুর রহমান আযম, ইব্রাহিম খলিল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন। চলতি বৈশাখী উৎসবে সারা দেশের মানুষ যখন উৎসব করবে, তখন মাধ্যমিক শিক্ষকরা ওই উৎসবে সামিল হতে পারবে না। তাই অবিলম্বে মাধ্যমিক শিক্ষকদের বৈশাখী ভাতা ও জাতীয়করণের দাবি জানান তারা।
অবস্থান ধর্মঘটে সদর উপজেলার সকল মাধ্যমিক স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
জিপি/জেডএম