মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং জাতীয় বাজেট’ শীর্ষক আলোচনায় এ দাবি জানান দলিত নারী ফেডারেশনের সভাপতি মনি রানী দাশ।
ফেডারেশনের সভাপতি বলেন, দলিত জনগোষ্ঠীর অনগ্রসরতা থেকে মুক্তি দিতে তাদের নিরাপদ আবাসস্থল, স্বাস্থ্য, শিক্ষা ও কাজের নিশ্চয়তার জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন, দলিত-বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলনের সভাপতি সুনীল কুমার মৃধা, সাধারণ সম্পাদক বিভূতোষ রায় ও সাবেক সভাপতি মুকুল শিকদার।
এর আগে দলিত জনগোষ্ঠীর এসব দাবি নিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসএ/আরআর/জেডএম