চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ২২টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের ভূমিহিন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে ভূমিহিন পাড়ার কালু মল্লিকের ছেলে আফছার আলীর বাড়ির বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাবু, শাহাজাহান, আলম, হামিদা খাতুন, ফিরোজ, ফরজআলী, তালেব, সেলিম, বক্কর আলী, আকছেদ, লাইলী খাতুন, আব্দুল আলিম ও বেল্টুর বাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে দর্শনা ও জীবননগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দর্শনা ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহেদুর রহমান জানান, বিদ্যুতের সট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।