ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা গ্রেফতার

কুষ্টিয়া: কুষ্টিয়ায় দুর্নীতির অভিযোগে রেজাউল করীম নামে এক ভূমি কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সদস্যরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে শহরের কাস্টমস মোড় থেকে পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রেজাউল করীম বর্তমানে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জমি হুকুম দখল কর্মকর্তা হিসেবে কর্মরত।

জেলা দুদক কার্যালয় সূত্র জানায়, কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় কানুনগো পদে কর্মরত থাকাকালে ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের দায়িত্ব পালন করেছিলেন রেজাউল করীম। সেসময় তিনি ক্ষমতার অপব্যবহার করে সদর উপজেলার বটতৈল মৌজার ১৪০০ একর ধানি জমিকে ভিটা জমি হিসেবে র্নিধারণ করেন। ওই জমির মূল্য এক লাখ ৮১ হাজার ৯২৭ টাকা। কিন্তু তিনি ওই জমির বাজারমূল্য হিসেবে ১০ লাখ ৪৩ হাজার ২১৯ টাকা নির্ধারণ করে সরকারের আট লাখ ৬১ হাজার ২৯২ টাকা আত্মসাৎ করেন।

বিষয়টি দুদকের তদন্তে ধরা পড়লে ২০১৬ সালের ২৬ এপ্রিল রেজাউল করীমের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হলো।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।