ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল হালিম সরকার (৫৫) নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। এতে র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার চক শাহবাজপুর উত্তরপাড়া ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত আব্দুল হালিম কামারখন্দ উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মৃত কামাল সরকারের ছেলে।

র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন বাংলানিউজকে জানান, মঙ্গলবার গভীর রাতে ঝাঐল ওভারব্রিজ এলাকায় সংঘবদ্ধ একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলিবিনিময় হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। গুলিবিনিময়কালে আব্দুল হালিম বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন র‌্যাব সদস্য সিপাহী আনোয়ার ও এলএস শাহ আলম।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, দু’টি রামদা ও ছোরা জব্দ করা হয়।

র‌্যাব কমান্ডার আরও জানান, নিহত আব্দুল হালিমের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।