ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় হাতবোমা সদৃশ্য ৭টি বস্তু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
নলডাঙ্গায় হাতবোমা সদৃশ্য ৭টি বস্তু জব্দ নলডাঙ্গায় হাতবোমা সদৃশ্য ৭টি বস্তু জব্দ। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি ধান ক্ষেতের পাশে একটি ঘরে পরিত্যক্ত অবস্থায় হাতবোমা সদৃশ্য সাতটি বস্তু জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাত ১১টার সময় উপজেলার মাধনগর জোয়ানপুর এলাকার ওই ঘরে অভিযান চালিয়ে পুলিশ এ সাত বস্তু জব্দ করে।  

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টার দিকে মাধনগর জোয়ানপুর এলাকায় ধান ক্ষেতের পাশে একটি ঘরে তল্লাশি চালানো হয়।

এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায়  হাতবোমা সদৃশ্য সাতটি বস্তু পাওয়া যায়। এরমধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো ৪টি, কালো টেপ দিয়ে মোড়ানো ২টি, পেট্রোল বোমা সদৃশ্য একটি বোতল এবং একটি ক্যাপাসিটর রয়েছে। তবে এসময় কাউকে পাওয়া যায়নি।

ওসি বলেন, এগুলো জব্দ করার পর সাবধানতার সঙ্গে নিষ্ক্রিয় করার জন্য পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর কেবল জানা যাবে এগুলো আসল বোমা কিনা।  

তবে ধারণা করা হচ্ছে, নববর্ষকে সামনে রেখে নাশকতা সৃষ্টি কিংবা আতঙ্ক তৈরির করার জন্য কেউ এখানে রেখেছিল এবং আস্তানা তৈরি করেছে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে হয়তো পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।