ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা উত্তরে গাছ কাটা নিয়ে মেয়রের যুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
ঢাকা উত্তরে গাছ কাটা নিয়ে মেয়রের যুক্তি ঢাকা উত্তরে চলছে গাছ কর্তন। ছবি: দীপু মালাকার

ঢাকা: পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছ। অথচ ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে শত শত গাছ কেটে ফেলেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এভাবে গাছ কাটায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচিত হচ্ছেন মেয়র আনিসুল হক। তবে মেয়র দাঁড় করানোর চেষ্টা করছেন, কেন তিনি রাস্তার পাশের গাছগুলো কেটে ফেলছেন তার ব্যাখ্যা।

মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনভুক্ত বনানী-গুলশান-বারিধারার কূটনৈতিক এলাকার ফুটপাতের অবৈধ দখলমুক্ত কার্যক্রমের উদ্বোধনের প্রাক্কালে মেয়র সাংবাদিকদের বলেন, ‘গাছ কাটা হয়েছে, তা সত্য। আমরা সাধারণত তিন ধরনের গাছে হাত দেই। যে গাছটা ড্রেনে পড়ে আছে, যে গাছটা অতিদ্রুতই ভেঙে পড়তে পারে এবং যে ‍গাছটা রাস্তার প্রবেশমুখকে (ওপেনিং) নষ্ট করছে। ’
 
তিনি বলেন, ‘গাছের প্রতি আমাদের কারও মায়া কম নয়। তবে আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি একটু পর পরই ড্রেন বাঁকা করা সম্ভব নয়, তাই প্রয়োজন হলে গাছ কাটা হচ্ছে। খুব বেশি গাছ না কিন্তু, তিনটা, চারটা গাছ। ’ 
ঢাকা উত্তরে এভাবেই চলছে গাছ কাটা।  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএসময় উদাহরণ দিয়ে আনিসুল হক বলেন, উত্তরায় বেশ কিছু গাছ কাটা হয়েছে। যদি একশো’ গাছ উত্তরা থেকে কাটাও হয়, ৩১ হাজার গাছ লাগিয়েছি। কাজেই চাইলেই কেটে ফেলা হচ্ছে গাছ, কোনো রকম যুক্তি ছাড়া গাছ কাটছি এমন নয়। আমরা ফুটপাত চওড়া করবো গাছ বাঁচানোর জন্য, সেখানে আরও গাছ লাগানো হবে। ’
 
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডে গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজ ঢাকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র। সেই লক্ষ্যে গতবছর থেকে বেশ কিছু এলাকায় গাছ লাগানোও হয়েছে। তবে সম্প্রতি তার গাছ কাটা কর্মসূচিকে স্ববিরোধী অবস্থান হিসেবে দেখছে নগরবাসী।  
 
গুলশানের বাসিন্দা জাকির হোসেন বাংলানিউজকে বলেন, মেয়র সবুজ ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়ে গাছ কাটছেন। এটা তার স্ববিরোধী ঘোষণা।  

যেভাবে গাছ কাটা হচ্ছে তাতে এসব এলাকার পরিবেশ বিঘ্নিত হবে, তাপমাত্রা এমনিতেই বাড়ছে, আরও বাড়বে। মেয়রের ‍এই সিদ্ধান্ত সঠিক নয় বলেও জানান তিনি।
 
মঙ্গলবার বনানী খেলার মাঠের পাশ দিয়ে যাওয়া ২৬ নম্বর সড়কটির দুই পাশ থেকে অন্তত ৫০টি গাছ কেটে ফেলতে দেখা যায়। সড়কটির দু’পাশে সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ কাজ চলছে। ড্রেন নির্মাণ স্থান থেকে বহু দূরে ফুটপাতের বড় বড় গাছও কেটে ফেলার চিহ্ন দেখা গেছে।  
ঢাকা উত্তরে এভাবেই চলছে গাছ কাটা।  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমবনানীর ১১৬ ও ১২৬ নম্বর সড়কেও ড্রেন নির্মাণ করতে গিয়ে বহু গাছ কাটা হয়েছে। শত শত গাছ কেটে ফেলা হয়েছে গুলশান-১ থেকে ২ নম্বর সড়ক পর্যন্ত ফুটপাতের উন্নয়ন কাজ করতে গিয়েও। গুলশান ২ নং চত্বর থেকে পাকিস্তান হাইকমিশন অফিস পর্যন্ত রাস্তার মাঝে যে গাছগুলো ছিলো সেগুলোর শিকড় কেটে দেওয়া গাছগুলোকেও মরে পড়ে থাকতে দেখা যায়।  
 
উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের অবস্থাও একই। এ সড়কে ড্রেন নির্মাণ কাজ শুরু করেছে ডিএনসিসি। এতে সড়কের পাশে বেশকিছু গাছ কাটা হয়েছে। ভেতরের কয়েকটি সড়কের অবস্থাও একই।

এর আগে উত্তরার ৩, ৪, ৫, ৬, ৭ ও ১১ নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে গাছ কাটা হয়। গাছগুলো পরে সরিয়ে নেওয়া হলেও সেখানে নতুন কোনো গাছ লাগানো হয়নি।

৪ নম্বর সেক্টরের শাহজালাল অ্যাভিনিউ ও ছয় নম্বর সেক্টরের ঈশা খাঁ অ্যাভিনিউতে গাছ কাটা হয়েছে ২০১৫ সালের শেষ দিকে। সেখানে এখনও নতুন করে কোনো গাছ লাগানো হয়নি।
 
বনানীর বিভিন্ন সড়কেও চলছে উন্নয়ন কাজ। এই ‘উন্নয়নের জন্য’ সেখানও চলছে গাছ কর্তন।
 
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসএম/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।