বুধবার (১২ এপ্রিল) ভোর ৬টার দিকে ‘মুফতি’ হান্নানের স্ত্রী জাকিয়া পারভীন, দুই মেয়ে নিশাত ও নাজনীন এবং বড় ভাই আলী কারাগারের ভেতরে প্রবেশ করেন। বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন।
তিনি জানান, ভোর ৬টার দিকে কারাগারে এলেও তারা ৭টা ১০ মিনিটে সাক্ষাতের অনুমতি পেয়েছেন।
‘মুফতি’ হান্নানের সঙ্গে দেখা করতে তার স্বজনদের মঙ্গলবার (১১ এপ্রিল) বলা হয়।
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে ফাঁসি কার্যকরের অপেক্ষায় থাকা মুফতি হান্নান ও আরেক জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলকে রাখা হয়েছে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে। সেখানেই তাদের সঙ্গে দেখা করতে স্বজনদের ডাকা হয়েছে।
মঙ্গলবার কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান বাংলানিউজকে বলেছিলেন, ‘ফাঁসি কার্যকরের আগের সব ধরনের আইনি প্রক্রিয়া যেহেতু শেষ হয়ে গেছে, সেহেতু দুই আসামির পরিবারের সদস্যদের খবর দিয়েছি। যদি তারা চান, তবে কারাগারে এসে আসামিদের সঙ্গে দেখা করে যেতে পারেন’।
ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি থাকলেও বিধান অনুসারে এটি আসামিদের সঙ্গে স্বজনদের ‘শেষ সাক্ষাৎ’ কি-না, তা বলতে রাজি হননি এই কারা কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আরএস/এমসি/এইচএ/
আরও পড়ুন
** ‘মুফতি’ হান্নান-বিপুলের স্বজনদের ডাকা হয়েছে কারাগারে
** ঢাকায় আসছেন মুফতি হান্নানের পরিবার
** জঙ্গি রিপনের সঙ্গে বাবা-মায়ের শেষ সাক্ষাৎ
** জঙ্গি রিপনের প্রাণভিক্ষা নাকচের চিঠিও কারাগারে