যশোর: যশোরের চৌগাছা উপজেলায় সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) ভোরে উপজেলার ফুলসারা ইউনিয়নের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করে। এসময় উদ্ধার করা হয় অস্ত্র-গুলি ও ফেনসিডিল।
নিহতরা হলেন-যশোরের চৌগাছা উপজেলার বড়কাবিলপুর গ্রামের মাদক ব্যবসায়ী একছের আলী ও বিশ্বাসপাড়ার কৌহিনুরের ছেলে সাইদুল।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবু শহীদ মো. সরোয়ার বাংলানিউজকে জানান, বুধবার ভোরে দুই দল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধের খবর জানতে পেরে ঘটনাস্থলে যায় পুলিশ।
এ সময় ঘটনাস্থলে দু’টি মৃতদেহ পাওয়া যায়। এছাড়া সেখান থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, নিহত একছেরের বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। এর মধ্যে আটটিতে রয়েছে গ্রেফতারি পরোয়ানা। আর সাইদুলের বিরুদ্ধে একটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
ইউজি/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।