ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

হত্যা মামলায় ছাত্রলীগের আহ্বায়ক গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
হত্যা মামলায় ছাত্রলীগের আহ্বায়ক গ্রেফতার

সাভার (ঢাকা): সাভারের বিরুলিয়ার সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সিফাত হত্যা মামলার আসামি আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শাওন খাঁনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) সকালে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকায় নিজ বাড়ি থেকে শাওনকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।  

শাওনের বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেছে।

পুলিশ জানায় গত সোমবার (১০ এপ্রিল) প্রেম সংক্রান্ত বিরোধের জেরে সাভারের খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী বাপ্পির ভাড়াটে সন্ত্রাসী আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাওন খাঁন টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী সিফাতকে গুলি করে হত্যা করে। এসময় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করেন সিটি ইউনির্ভাসিটির ডেপুটি রেজিস্টার মো. ফারুক হোসেন।  

এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, শাওনকে বুধবার আদালতে পাঠানো হবে। আদালতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদনও করা হবে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আরআর/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।