বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) গণপতি রায় পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজার আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত দুইজনই গুরুদাসপুর উপজেলার বৃন্দাবনপুর গ্রামের বাসিন্দা।
গুরুদাসপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বৃন্দাবনপুর গ্রাম থেকে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় রহম শেখ ও সোনাতন দাসকে আটক করে।
পরদিন সকালে তাদের পৃথক ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা অপরাধ স্বীকার করেন। এসময় রহম শেখকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও মো. মনির হোসেন। অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) গণপতি রায় মাদকসেবী সোনাতন দাসকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসআই