ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের দস্যু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
সুন্দরবনের দস্যু গ্রেফতার

সাতক্ষীরা: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের দস্যু নুর হোসেন বাহিনীর সদস্য শাহিনুর রহমান শাহিন গাজীকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। 

বুধবার (১২ এপ্রিল) সকাল ৬টার দিকে শ্যামনগর উপজেলার হরিনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বনদস্যু শাহিন উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের সুরত আলী গাজীর ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বাংলানিউজকে জানান, সকালে হরিনগর বাজারে অবস্থান করছিলেন বনদস্যু শাহিন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সুন্দরবনে বনদস্যুতার কথা স্বীকার করেছেন।  

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।