মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরন মন্ডল তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- কাজীপাড়া এলাকার প্রথম গলির আজাদ ভিলার বাসিন্দা মৃত চেরাগ আলী হাওলাদারের ছেলে বখাটে মো. আজাদ হোসেন (২৫) এবং কাজীপাড়ার পশ্চিম বগুড়া এলাকার মৃত আ. মজিদ মোল্লার ছেলে মো. আরিফুর রহমান (৩৪)।
বিষয়টি নিশ্চিত করে উপ-পরিদর্শক (এসআই) সমীরন মন্ডল বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে স্থানীয় এক নারীর উপর হামলার উদ্দেশ্যে রাম দা নিয়ে ঘোরাফেরার অভিযোগ পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে একটি বড় ধারালো রামদা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এমএস/জেডএস